Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে সাংবাদিকদের সাথে জলবায়ু পরিষদের মতবিনিময়

শ্যামনগর প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে শ্যামনগরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জলবায়ু পরিষদ। শনিবার সকাল ১১টায় সিএসআরএল, প্রকাশ, ব্রিটিশ কাউন্সিল-এর সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জলবায়ু পরিষদের সভাপতি সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
সভায় বক্তব্য রাখেন জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জলবায়ু পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা শেখ হারুণ-অর রশিদ, শ্যামনগর প্রেসক্লাবের সহ-সভাপতি এস কে সিরাজ, সাধারণ সম্পাদক জাহিদ সুমন প্রমুখ।
সভায় জীবনযাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারোভিযান-পত্র পাঠ করেন অধ্যাপিকা শাহানা হামিদ।
সভায় বলা হয়, মানবজীবনে দুর্যোগ অবধারিত, প্রায়শই একে প্রতিরোধ করা যায় না। তবে অগ্রাধিকার ভিত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে এর ক্ষতি, প্রাণহানি ও সম্পদের ক্ষতি কমিয়ে আনা যায়। জলবায়ু পরিষদ জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ইতোমধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে গৃহীত কর্মসূচিগুলোতে এবং বাঁধ ব্যবস্থাপনায় স্থানীয় সরকারকে সংযুক্ত করার দাবি তুলে ধরে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version