Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শন

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শনিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা সদরের নকিপুর এইচ সি সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সাইক্লোন শেল্টারে ‘সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন-২০২১’ শীর্ষক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
তিনি তার বক্তেব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে উপস্থিত শত শত নারীদের প্রতি নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। তিনি বলেন, ভোটের আগে যে যাই বলুক ভোটের সময় ভোট কেন্দ্রে প্রবেশ করে আপনাদের বাচ্চাদের চিন্তা করবেন, নিজে ও গর্ভের শিশুর সুস্থতার জন্য মাতৃকালীন ভাতার কথা চিন্তা করবেন, হত দরিদ্র শিশুদের ফ্রি নতুন বই পাওয়ার কথা চিন্তা করবেন, ১০ টাকায় চাউল পাওয়ার কথা চিন্তা করবেন, পরবর্তীতে এ সকল সুবিধা পাওয়ার লক্ষ্যে আবারও নৌকায় ভোট দিবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু, অধ্যক্ষ শফিকুল ইসলাম, নকিপুর এইচ সি সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, কৃষকলীগের সভাপতি মনজুর এলাহী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক ও ঘোষক মো. মনিরুজ্জামান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version