বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে। শনিবার (৬ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বুড়িগোয়ালিনী, গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন বাজারে এই ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। ভিডিও চিত্রে ২০০৯ থেকে ২০১৮ সাল সময়কালে বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন শীর্ষক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রামাণ্য চিত্র দেখানো হয়। এতে পদ্মসেতুর নির্মাণ কাজ, মেরিন ড্রাইভ রোড, পায়রা সুমদ্রবন্দর নির্মাণসহ সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তথ্য মন্ত্রণালয়ের এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রকল্পের সুপারভাইজার মো. আবুল কালাম আজাদ, উপস্থিত ছিলেন সুপারভাইজার মো. দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।