Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে ল্যাপটপ ও বই বিতরণ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ল্যাপটপ ও বই বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশের আয়োজনে বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে ৪টি বিদ্যালয়ে ল্যাপটপ, ৫টি লাইব্রেরিতে বই, ৪টি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অতিরিক্ত ক্লাসের সম্মানী প্রদান করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্র্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম. এ. আলিম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি শ্যামনগর শাখার সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস, কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাশীষ বিশ্বাস, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল আলম, রমজাননগর তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামরঞ্জন বিশ্বাস, শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়ের অতিরিক্ত দায়িতপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার বাউলিয়া, আব্দুল আলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে ভাব বাংলাদেশের নিজস্ব অর্থায়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাব প্রোগ্রাম সুন্দরভাবে বাস্তবায়নের জন্য একটি করে ল্যাপটপ এবং একটি করে প্রজেক্টর প্রদান করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version