শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে মুন্ডা সম্প্রদায়ের ১৫ জন সদস্যের মাঝে মৌচাষের উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় কারামমুড়া ম্যানগ্রোভ ভিলেজে এ উপকরণ বিতরণ করা হয়।
উপকরণের মধ্যে ছিল মৌমাছিদের বক্স, ফ্রেম, চেম্বার, বাচ্চা উৎপাদনের চেম্বার মৌবক্স স্ট্যান্ড, মধু আহরণ মেশিন।