শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ভিডিসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদরের বাদঘাটা গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে সড়কের পাশে এই বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপির সংরক্ষিত আসনের সদস্য দেলোয়ারা পারভীন। এসময় সংগঠনটি বাদঘাটার রাস্তার দু’পাশে দিয়ে ১ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীলনের উপজেলা সমন্বয়কারী জাকির হোসেন, টেকনিক্যাল অফিসার ফয়সাল হোসেন, অর্গানাইজার শাহ আলম, এফএফ সাইফুল ইসলাম, গ্রাম উন্নয়ন কমিটির সহ-সভাপতি মারুফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, গোকুল, বিশ্বনাথ প্রমুখ।