শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ফুটবল একাডেমি ও স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয় ও বেসিক ফুটবল একাডেমি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় নকিপুর সরকারি এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ২য় রাউন্ডের দুইটি খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম খেলায় ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়। এতে ভুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে।
দ্বিতীয় খেলায় বেসিক ফুটবল একাডেমির মুখোমুখি হয় ভেটখালি এ. করিম মাধ্যমিক বিদ্যালয়। এতে বেসিক ফুটবল একাডেমি ১-০ গোলে জয়লাভ করে।
খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশ সিনিয়র প্রোগ্রাম অফিসার এম.এ আলিম খান, শ্যামনগর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন বাবু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বেসিক ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক স.ম ওসমান গনী সোহাগ, শ্যামনগর ফুটবল একাডেমির প্রশিক্ষক মো. আকতার হোসেন, বেসিক ফুটবল একাডেমির প্রশিক্ষক মো. মাসুম বিল্লাহ, সকালের আলোর বার্তা সম্পাদক ফারদিন ইয়াসিন, মনির হোসেন প্রমুখ। খেলায় ধারাভাষ্য প্রদান করেন শিক্ষক নবকুমার বিশ্বাস। খেলা পরিচালনা করেন মঞ্জু ইলাহি, জাহাঙ্গীর কবির, রিয়াদ আরেফিন, রাকিব, জুলফিকার আলী, তৈয়বুর রহমান বাবলু, আব্দুল হামিদ, সোহাগ, শেখ মিজানুর ও নুর হোসেন।
শ্যামনগরে ভাব বাংলাদেশ ফুটবল টুর্নামেন্টে ভুরুলিয়া ও বেসিক ফুটবল একাডেমির জয়
https://www.facebook.com/dailysuprovatsatkhira/