শ্যামনগর প্রতিনিধি: ‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বুধবার (১০ অেেক্টাবর) বিকাল ৪টায় উপজেলার কাচড়াহাটি গ্রামের কৃষ্ণমন্দির প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে এ দিবস পালন করা হয়।
উপজেলা জনসংগঠনের সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও বারসিকের কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডলের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বারসিকের এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পাল, কর্মসূচি কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার, বিধান মধু, মো. আল ইমরান প্রমুখ। এসময় এলাকার সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে বক্তারা মানিসক স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।