শ্যামনগর প্রতিনিধি: ‘আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাংকের শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ইসলামী ব্যাংক শ্যামনগর উপজেলা শাখার প্রধান মেসবাহ উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের সহকারি প্রকল্প কর্মকর্তা আমিনুর রহমান। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন জাতীয় চক্ষু ইনিস্টিটিউটের ডা. আব্দুল্যাহ আল মাসউদ।