শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে গ্রামীণ সংবাদ কর্মী ও নারী নেত্রীদের অংশগ্রহণে মহিলাজনিত রোগ ফিস্টুলা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে নকশি কাঁথার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নকশি কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জির সভাপতিত্বে ও প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিত্যানন্দ বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফিস্টুলা কেয়ার প্রকল্পের প্রশাসনিক বিশেষজ্ঞ জারিড বোথা। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আ. গফফার, দৈনিক কালের কণ্ঠের বার্তা সম্পাদক মিস. মারিয়া সালাম, প্রকল্প ব্যবস্থাপক ডা. শেখ নাজমুল হুদা প্রমুখ।
কর্মশালায়, ফিস্টুলা কি, বিভিন্ন ধরনের ফিস্টুলা, ফিস্টুলা রোগ সনাক্ত করণের উপায়, রোগের বিভিন্ন ধরন, রোগের চিকিৎসা, কোথায় কোথায় চিকিৎসা করা হয়, প্রতিকারের উপায় প্রভৃতি বিষয়ে বিস্তারিত ধারণা দেন ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্পের ডা. ইসরাত জাহান।
শ্যামনগরে ফিস্টুলা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক কর্মশালা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/