Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রাজা প্রতাপাদিত্যের রাজধানী খ্যাত ধুমঘাটে শাপলা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় আত্মশক্তিতে বলিয়ান হতে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার বিকাল ৪টায় বারসিক কর্মকর্তা মননজয় মণ্ডলের সঞ্চালনায় সংগঠনের কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান অ্যাড. জিএম শোকর আলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, বারসিকের এলাকা সমন্বয়কারি পার্থ সারথী পাল, বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার, আল ইমরান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি অল্পনা রানী মিস্ত্রিসহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান শোকর আলি শাপলা নারী উন্নয়ন সংগঠনে দুটি সেলাই মেশিন প্রদান করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version