শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে রাজা প্রতাপাদিত্যের রাজধানী ধুমঘাটের অন্তাখালীর চকে ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে জৈব বালাই নাশক তৈরি এবং ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় সংগঠনের কার্যালয়ে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বারসিকের এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পাল এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মশালায় বালাই নাশক তৈরি করতে বিভিন্ন উপাদান দিয়ে হাতে কলমে শেখানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বারসিক কর্মকর্তা আল ইমরান, চম্পা মল্লিক, সুশান্ত মন্ডল, শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী অল্পনা রানী মিস্ত্রীসহ সংগঠনের সদস্যরা।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/