Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে জেন্ডার অ্যাকশন লার্নিং সিস্টেমের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জেন্ডার অ্যাকশন লার্নিং সিস্টেমের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাকচার প্রকল্পের (সি সি আর আই পি)’র আয়োজনে ও এলজিইডির বাস্তবায়নে মুন্সিগঞ্জের সুশীলনের টাইগার পয়েন্টে চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহসিন-উল-মুলক। প্রশিক্ষণের মূল লক্ষ্য সম্পর্কে ট্রেনিং কো-অর্ডিনেটর শিরিন শবনম জানান, দেশের ৫টি জেলাতে ভিন্ন ভিন্ন ৫টি উপজেলায় পাইলটিং কার্যক্রম হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণের মূল লক্ষ্য সম্পর্কে প্রকল্পের জেন্ডার বিশেষজ্ঞ সাবিনা ইসলাম জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অবহেলিত পরিবারের নারীরা পরিবারের স্বচ্ছলতা আনতে সক্ষম হবে, সামাজিকভাবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারবে, সমাজে আত্মনির্ভরশীল হিসাবে নিজেদের মেলে ধরতে সক্ষম হবে। তা ছাড়া পরিবারের পুরুষ সদস্যরা প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে নিজেদের পরিবারের পাশাপাশি নারীদের অবস্থানের পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখবে। এতে ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেনর জেন্ডার বিশেষজ্ঞ সাবিনা ইসলাম, জিএএলএস প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট ফারহা জেনিফার ও ট্রেনিং কোঅর্ডিনেটর শিরিন শবনম। কর্মশালার সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা ফিল্ড মনিটরিং অফিসার এম সাফিনুর হক।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version