শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং জৈব সারের ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ অক্টোবার) সকাল ১১টায় উপজেলা পরিষদের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের মহিলা সংস্থার হলরুমে এবং তৃতীয় শ্রেণির কর্মচারী ক্লাবে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস এম মহসিন উল মুলক, সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া সহ প্রমুখ।