নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ.কাদের রক্তদান সংস্থার উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। রোববার (২১ অক্টোবর) সকালে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের উদ্ধোধন করেন এ.কাদের রক্তদান সংস্থার সভাপতি এবং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু। সার্বিক সহযোগিতায় ছিলেন সংস্থার তারিকুল, মেহেদি, রিয়াজুল, ইমদাদুল প্রমুখ। সকাল থেকে বিকাল পর্যন্ত নানা শ্রেণি-পেশার ক্যাম্পে এসে রক্তের গ্রুপ নির্ণয় করেন। সারা দিন প্রায় শতাধিক মানুর্ষে রক্তের গ্রুপ নির্ণয় করে কার্ড বিতরণ করে সংস্থাটি। ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকা সংস্থার সহকারি পরিচালক রুহুল আমিন বলেন, সাধারণ মানুষের ভিতর সচেতনা বৃদ্ধি করতে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/