Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে ইউপি চেয়ারম্যান জহুরুল হায়দারকে সংবর্ধনা

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সফর করায় তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ এবং মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জির সভাপতিত্বে ও নওয়াবেঁকী কলেজের অধ্যাপিকা মাহমুদা পারভিন রতœার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নকিপুর সরকারি এইচ সি সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, নওয়াবঁকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ আল মামুন, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. সত্তার, হয়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর লাভলু, কৃষকলীগের সভাপতি মনজুর এলাহী, যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাবাখালি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা পারভীন, প্রধান শিক্ষক সেলিনা কাজল, ইউপি সদস্য মলয় কুমার ঝন্টু প্রমুখ। বক্তব্যের পর অতিথিবৃন্দ ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন সংবর্ধিত অতিথিকে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সদর ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version