শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২ অক্টোবার) সকাল ১০টায় বেসরকারি সংস্থা বারসিকের আয়োজনে উপজেলার নওয়াবেঁকী কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, বারসিকের সমন্বয়কারী পার্থ সারথী পাল, গাজী আল ইমরান, মারুফ হোসেন মিলন প্রমুখ।