অক্টোবর ৩১, ২০১৮
শ্যামনগরের মানিকখালীর ৪ দোকানে চুরি
নূরুন্নবী ইমন, রমজাননগর: শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের মানিকখালীর চারটি দোকানে একই রাতে চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় দোকান মালিকরা শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, রাতে মানিকখালী বাজারের মেসার্স তনায় স্টোর, তুষার কম্পিউটার, মা টেলিকম ও রঙ্গীলা স্টোর বন্ধ করে বাড়ি যায় দোকান মালিকেরা। সকালে গিয়ে তারা দেখেন দোকানের সার্টার ও তালা ভাঙা। 9,015,557 total views, 86 views today |
|
|
|