Site icon suprovatsatkhira.com

শোভনালীর বদরতলায় ধর্মীয় আর্য সভা

শোভনালী (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির শোভনালীতে হোমযজ্ঞানুষ্ঠান ও আর্যসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বদরতলা সার্বজনীন দূর্গা মন্দিরে নবগঠিত সনাতন ধর্ম জাগরণী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত ধর্মীয় আর্যসভায় সভাপতিত্ব করেন বদরতলা সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বর্মণ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব নিরঞ্জন কুমার মন্ডল। নবগঠিত সনাতন ধর্ম জাগরণী সংঘের সভাপতি কানাই লাল মন্ডলের স্বাগত বক্তব্য শেষে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আর্য সমাজের খুলনা বিভাগীয় সভাপতি আচার্য্য ভৈরব চন্দ্র শাস্ত্রী, হোমযজ্ঞের পুরোহিত ও আলোচক হিসাবে ধর্মীয় বক্তব্য রাখেন আচার্য্য সুব্রত সত্যার্থী, আচার্য্য সুশীল সাধু, ইউপি সদস্য দিলিপ কুমার মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংঘের সাধারণ সম্পাদক সুুজন মন্ডল। এর আগে বিশ্বশান্তি কামনায় হোমযজ্ঞ করা হয়। অনুষ্ঠানে বেদ পাঠ করেন নিতাই স্বর্ণকার, গীতা পাঠ করেন বিষ্ণুপদ মন্ডল  চন্ডীপাঠ ডা. অশোক মল্লিক।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version