অক্টোবর ৬, ২০১৮
শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে মণিরামপুরে আনন্দ মিছিল
![]() মণিরামপুর (যশোর) প্রতিনিধি: এসএম ইয়াকুব আলী আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মণিরামপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬ অক্টোবার) উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার জনতা তাকে বরণ করে নিতে সকাল থেকেই পৌর শহরে জড়ো হতে থাকে। দুপুরের পর নেতা-কর্মীরা মোটর সাইকেলের শোভাযাত্রা নিয়ে যশোরের বিমানবন্দরে যায় তাকে অভ্যর্থনা দিতে। বিকেলে বিমানবন্দর থেকে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে মণিরামপুর পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে গিয়ে দাঁড়ায়। এসময় নেতাকর্মীরা এস এম ইয়াকুব আলীকে ফুল দিয়ে বরণ করেন নেন। ইয়াকুব আলী উপজেলা আ’লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা কাজী টিটোর সভাপতিত্বে ও সন্দীপ ঘোষের পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। 9,173,255 total views, 325 views today |
|
|
|