‘বন্ধু একতা বন্ধু বল, মাদক ছেড়ে মাঠ চল’ স্লোগানে শেখ রাসেল স্মৃতি ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শহরের পিটিআই মাঠে বন্ধু একাদশের আয়োজনে এ টুর্নামেন্ট মাঠে গড়ায়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরষিদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি। খেলার আয়োজক ছিলেন প্রিন্স, প্রান্ত, নাসিম, ইমন, রাশেদ, রায়হান।
খেলায় অংশগ্রহণকারী দলসমূহ হলো- সুলতানপুর ইয়ং স্টার ক্লাব, তনু একাদশ, বন্ধু একাদশ, মিলন একাদশ, আনারুল একাদশ, বাকাঁল ইয়ং স্টার, ৭নং ওয়ার্ড যুবলীগ, হুজাইফা একাদশ। উদ্বোধনী খেলায় সুলতাপুর ইয়ং স্টার ক্লাব বনাম তনু একাদশ অংশগ্রহণ করে। খেলায় অ্যাম্পায়ার ছিলেন মেহেদী হাসান ও ময়নুল হোসেন। (প্রেস বিজ্ঞপ্তি)
শেখ রাসেল স্মৃতি ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/