Site icon suprovatsatkhira.com

শিবপুরে নজরুল ইসলামের পক্ষে গণসংযোগ

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের পক্ষে গণসংযোগ করেছেন নেতৃবৃন্দ।
শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার খানপুরসহ শিবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল ইসলাম মাসুমের নেতৃত্বে এই নির্বাচনী গণসংযোগ করেন তারা। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি জাহিদ হোসেন, সাধারণ-সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক ওবায়দুর রহমান মানি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ-সম্পাদক নাজমুল শাহাদাৎ (জাকির), খানপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহারুল ইসলাম, সাধারণ-সম্পাদক ও ইউপি সদস্য ইব্রাহীম খলিল, মজনু রহমান, আব্দুল হাই, শফিকুল ইসলাম, মহিবুল্লাহ সরদার প্রমুখ। এসময় নেতৃবৃন্দ ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসাসহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি।
এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তারা। (প্রেস বিজ্ঞপ্তি)

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version