Site icon suprovatsatkhira.com

শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল ব্যাংকিং কনফারেন্স

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালনায় ও সাতক্ষীরার ২৬টি তফসিল ব্যাংকের আয়োজনে এ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের একটি র‌্যালি বের হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়।
পরে ২৬টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় স্কুল ব্যাংকিং কনফারেন্স।
এতে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান।
তিনি বলেন, বর্তমানে সারাদেশের প্রায় ১৫ লক্ষ শিক্ষার্থী স্কুল ব্যাংকিং এর সাথে যুক্ত রয়েছে। তাদের জমানো টাকার পরিমাণ হয়েছে ১ হাজার ৪শত ২ কোটি টাকা। যা দেশের অর্থনীতিতে গুরুত্ব বহন করছে। স্কুল ব্যাংকিং এর মাধ্যমে হিসাব খুলে সেখানে টাকা জমিয়ে একজন শিক্ষার্থী ভবিষ্যতের লেখাপড়ার জন্য অর্থ জমিয়ে রাখতে পারবে। শুধু স্কুল ব্যাংকিং-এ থেমে থাকলে চলবে না। আধুনিক বিশে^র সাথে তাল মিলিয়ে দেশে ইন্টারনেট ব্যাংকিং এ মানুষকে আকৃষ্ট করতে হবে। তাহলে ব্যাংকিং সেবা মানুষের কাছে সহজ হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের উপপরিচালক মো. মাসুমবিল্লাহ ও এসবিএসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বায়েজিদ শেখ।
জনতা ব্যাংকের পিও (আইটি) মো. নাজমুল হক ও দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২০জন শিক্ষার্থী কুইজের উত্তর দিয়ে পুরস্কার জিতে নেয়। সব শেষ বর্ণমালা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version