Site icon suprovatsatkhira.com

শিক্ষক মুনছুর আলীর বিদায় সংবর্ধনা

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক এসকে মুনছুর আলীর (বি.এস.সি কৃষি) বিদায় ও আসন্ন ৫ম ও ৮ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় গোবরদাড়ী দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাদ্রাসার সুপার মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সামছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি সুপার মাওলানা আব্দুর রহমান, বিদায়ী শিক্ষক এসকে মুনছুর আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক রওশন আলম, ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বাবুল আকতার, শিক্ষক আবুল হোসেন, আব্দুল জলিল, সমাজসেবক সিরাজুল ঢালী, ছাত্র সাইদুল ইসলাম, ছাত্রী শামিমা সুলতানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, শিরিনা সুলতানা, গওছুল আযম, জহিরুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক হাফেজ শওকত হোসেন। প্রসঙ্গত, এবছর গোবরদাড়ী দাখিল মাদ্রাসা হতে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় ৩১ জন ও ৮ম শ্রেণির জেডিসি পরীক্ষায় ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version