শার্শা (বেনাপোল) প্রতিনিধি: যশোরের শার্শায় নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ ও প্রতিকারে স্থানীয় ব্যক্তিদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় ব্র্যাক এর জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারটিস এর উদ্যোগে শার্শা উপজেলা সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়রম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, ব্র্যাকের জেলা ম্যানেজার-১ আতিয়ার রহমান, জেলা ম্যানেজার-২ সঞ্জয় ব্যানার্জী, উপজেলা ম্যানেজার-১ মহসীন ও উপজেলা ম্যানেজার পিন্টু মন্ডল-২।