বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার নাভারণে প্রতিষ্ঠিত নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় ও থেরাপী সেন্টার পরিদর্শন করেছেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের অ্যাসিসট্যান্ড কো-অর্ডিনেটর রাকিবুল হক। মঙ্গলবার সকাল ১০টায় তিনি ঢাকা থেকে সরাসরি নাভারণস্থ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় ও থেরাপী সেন্টারে পরিদর্শনে আসেন।
এ সময় তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্লাসরুম ঘুরে দেখেন এবং তাদের খোঁজ খবর নেন।
প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আবু বাক্কার জানান, শার্শা উপজেলার প্রতিবন্ধীদের জন্য জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনে একটি আবেদন পাঠানো হয়। আবেদনের প্রেক্ষিতে রাকিবুল হক সেন্টারটি পরিদর্শনে আসেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/