Site icon suprovatsatkhira.com

‘লেখালিখি শেখাশিখি’ কর্মশালা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ‘লেখালিখি শেখাশিখি’ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজে মাসিক ছড়ার ডাকের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশিষ্ট কবি, সংগঠক ও সাহিত্যিক আবু কাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন। প্রধান আলোচক উপস্থিত ছিলেন, ছড়াকার মাহবুব বুলবুল। এসময় আরো উপস্থিত ছিলেন, ছাড়াকার নুরুজ্জামান দিশারী, কবি ও লেখক হিমাদ্রি হাবিব, ছাড়াকার ও সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক মো. মামুন হাসান, সহকারি শিক্ষক শেখ শরীফুল ইসলাম প্রমুখ।
এসময় কর্মশালায় আগত শিক্ষার্থীদের লেখালিখির বিশেষ কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন ছড়াকার নূরুজ্জামান ফিরোজ। কর্মশালায় সাতক্ষীরার ২৫জন তরুণ অংশগ্রহণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version