ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে গণসংযোগ করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকালে নেতৃবৃন্দ সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর বাজার ও আখড়াখোলা বাজারসহ কয়েকটি এলাকায় এই নির্বাচনী গণসংযোগ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎনা আরা, যুগ্ম সম্পাদিকা রোখসানা পারভীন, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী মনোয়ারা আমিন ও তৈয়েবা প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ দেশের প্রতিটি সেক্টরে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তা সাধারণ ভোটারদের মাঝে তুলে ধরেন এবং সাতক্ষীরা সদর আসনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সময়ে তার প্রচেষ্টায় বিভিন্ন উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন। নেতৃবৃন্দ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট ও শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।
লাবসায় নৌকায় ভোট চেয়ে এমপি রবির পক্ষে গণসংযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/