অক্টোবর ২২, ২০১৮
রোটারি ডিস্ট্রিক গভর্নরের অফিসিয়াল ভিজিট
রোটারি ডিস্ট্রিক ৩২৮১ এর গভর্নর রোটা. এএফএম আলমগীর হোসেন রোটারি ক্লাব সাতক্ষীরায় অফিসিয়াল ভিজিট করেছেন। সোমবার বেলা ১২টায় চায়না বাংলা কনফারেন্স রুমে রোটারি ক্লাব অব সাতক্ষীরার অফিসিয়াল ভিজিট, ক্লাব অ্যাসেমবিলি ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যোগদান করেন তিনি। রোটারি ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটা. হাসিবুর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোটারি ডিস্ট্রিক ৩২৮১ এর সেক্রেটারি জেনারেল ইকবাল হোসাইন, রোটারি ক্লাব সাতক্ষীরার সেক্রেটারি আক্তারুজ্জামান কাজল, প্রেসিডেন্ট ইলেক্ট মীর মোশাররফ হোসেন মন্টু, প্রফেসর ভূধর সরকার, সৈয়দ হাসান মাহমুদ, মাগফুর রহমান, মাহমুদুল হক সাগর, আশরাফুল করিম ধনি, বিশ্বজিৎ সাধু, ওয়ালিউল্লাহ, কোহিনুর ইসলাম, ফারহা দিবা খান সাথী, শরিফুল ইসলাম খান বাবু, মিজানুর রহমান, মনিরুজ্জামান টিটু, মিজানুর রহমান, রোটারেক্ট ক্লাব অব সাতক্ষীরার প্রেডিসেন্ট এজাজ আহমেদ, সেক্রেটারি আরিফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট কাইয়ুম হোসেন, ডাইরেক্টর আব্দুল্লাহ আল মামুনসহ রোটারি ক্লাবের সদস্যবৃন্দ। পরে রোটারি ও রোটারেক্ট ক্লাবের যৌথ আয়োজনে সাতক্ষীরা বাইপাস সড়কের দুই ধারে তালের বীজ বপণ কর্মসূচির উদ্বোধন করেন এএফএম আলমগীর হোসেন। প্রেস বিজ্ঞপ্তি 8,972,275 total views, 3,957 views today |
|
|
|