ডেস্ক রিপোর্ট: পৌরসভার মাস্টাররোলভুক্ত দারোয়ান কামরুল কারো কথা পরোয়া না করেই পৌরসভার রাস্তা দখল করে বাথরুমের ট্যাংকি নির্মাণ করেছেন। আর গর্বের সাথে বলে বেড়াচ্ছেন শুধুতো ট্যাংকি না এ যায়গায় পাকাঘর ও বাথরুম দুটোই হবে। বাথরুমের ট্যাংকি নির্মাণ করে তিনি এমনভাবে বাঁশের বেড়া দিয়ে ঢেকে রেখেছেন যেন কেউ দেখে বুঝতে না পারে।
জানা গেছে, প্রথম দফায় জনগণের বাঁধার কারণে কাজ বন্ধ করে দিলেও বন্ধের দিন শুক্রবার বাকি কাজের সমাপ্ত করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ৮নং ওয়ার্ডের কামালনগর এলাকায়।
এ ব্যাপারে পৌর মেয়র জানান, পৌরসভার রাস্তা এবং ড্রেন এর জায়গায় কেউ বাথরুমের ট্যাংকি করবে এটা হবে না। রবিবারে অফিস খুললে ইঞ্জিনিয়র সার্ভেয়ার ও লেবার পাঠানো হবে। যদি রাস্তা এবং ড্রেন এর যায়গা দখল করে পরিবেশ দূষণকারী বাথরুমের ট্যাংকি করে থাকে তাহলে তা সাথে সাথে ভেঙ্গে দিয়ে আসা হবে এবং নিজের যায়গায় তৈরী করার জন্য বলা হবে।
রাস্তা দখল করে বাথরুমের ট্যাংকি নির্মাণ করলেন পৌরসভার দারোয়ান কামরুল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/