Site icon suprovatsatkhira.com

রাজার বাগান দাসপাড়া কালিমন্দিরে দর্শনার্থীদের অভিবাদন জানাতে জাতীয় ক্রিকেটারদের প্রতিকৃতি সম্বলিত ভাসমান ভেলা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের রাজার বাগান দাসপাড়া কালিমন্দিরে দুর্গাপূজায় ভক্তদের অভিবাদন জানাচ্ছে জাতীয় ক্রিকেটারদের প্রতিকৃতি সম্বলিত ভাসমান ভেলা। একই সাথে রয়েছে ধর্মীয় নানা প্রতিকৃতিও। যা বিশেষভাবে আকর্ষণ করেছে দর্শনার্থীদের।
রাজার বাগান দাসপাড়া কালিমন্দির পূজামণ্ডপের সামনে সরকারি কলেজের লেকে জাতীয় ক্রিকেটারদের এই প্রতিকৃতির সবার উপরে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি। তারপরেই রয়েছে বিসিবি সভাপতি পাপন ও সাতক্ষীরা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির প্রতিকৃতি। এরপর সারিবদ্ধভারে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল ও মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়দের প্রতিকৃতি।
এছাড়া, বেহুলা-লক্ষিণদার, রাজা হরিসচন্দ্র, রাম-লক্ষণের বনোবাসের কাহিনীর বিভিন্ন ভাসমান প্রতিমা রয়েছে এখানে। আরো আছে লাইটিং করে বানানো জলন্ত চিতা। যা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
রাজার বাগান দাসপাড়া কালিমন্দিরের সভাপতি বাবু মন্টু ও সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র দাশ জানান, আমরা প্রতি বছর দুর্গাপূজায় আমাদের ম-পে বিশেষ কিছু আর্কষণ রাখি। এ বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সম্মান জানিয়ে পুরুষ ও মহিলা দলের ক্রিকেটার, প্রধানমন্ত্রী, বিসিবি সভাপতি ও সদর আসনের সাংসদের প্রতিকৃতি সম্বলিত ভাসমান ভেলা তৈরী করেছি। এছাড়াও বিভিন্ন দেব-দেবীর ভাসমান প্রতিমাও রয়েছে। প্রচুর দর্শনার্থী আসছে দেখতে। এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় কোন সমস্যা হচ্ছে না।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version