সাতক্ষীরা শহরের রসুলপুর যুব সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৮ সম্পন্ন হয়েছে। শনিবার (০৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রসুলপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে সবুজ প্যানেল জয় লাভ করেছে। স
বিকাল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মেহেদী হাসান, সহ-সভাপতি তৌফিক আলম খান, আব্দুল কাদের, সৈয়দ আহম্মেদ খান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, যুগ্ম সম্পাদক পদে মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. ময়নুর আরেফিন, সাংগঠনিক সম্পাদক পদে শাহীনুজ্জামান রতন, দপ্তর সম্পাদক পদে শাহবাজ আলী, সেবা ও সমাজ কল্যাণ সম্পাদক পদে সাইদ হাসান এবং নির্বাহী সদস্য পদে মোজাফফর হোসেন, কবির হোসেন, আশরাফুল কবীর, মো. জাহাঙ্গীর কবির খান বিজয়ী হয়েছেন।
নির্বাচনে ৩৮৬ জন ভোটারের মধ্যে ৩৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১৫টি পদের বিপরীতে লাল ও সবুজ দুই প্যানেলে মোট ৩০ জন প্রতিদন্দ্বিতা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)