ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের রসুলপুর পশ্চিম পাড়া বায়তুন নুর জামে মসজিদে সৌর সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। রোববার সকালে পৌরসভা চত্বরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত এ সোলার প্যানেল মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। এসময় উপস্থিত ছিলেন আর.ডি.এফ’র শাখা ব্যবস্থাপক মো. নাজমুন খান, রসুলপুর পশ্চিম পাড়া বায়তুন নুর জামে মসজিদের সভাপতি আব্দুল মোমিন, সাবেক সভাপতি মো. মোহর আলী, সদস্য বাবলুর রহমান, সামিউল ইসলাম প্রমুখ।