রমজাননগর প্রতিনিধি: শ্যামনগরের রমজাননগরে শেখ হাসিনা সরকারের সফলতা ও উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন।
মঙ্গলবার (২ অক্টোবার) সকাল ১১টায় রমজাননগর ইউনিয়নের ভেটখালি বাজারে এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
রমজাননগনর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রত্যাশী শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এসএম আতাউল হক দোলন।
এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা স ম আব্দুস সাত্তার, সুশান্ত বিশ্বাস, বাবু লাল, মো. নূরুল ইসলাম, ছাত্র নেতা মঞ্জুরুল রহমান মজিদ, নুরুজ্জামান টুটুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাঈদ, ইউপি সদস্য রাশিদুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি জিএম শাহিদুজ্জামান লিয়ন প্রমুখ। সভা পরিচালনা করেন ছাত্রনেতা সাগর কুমার মন্ডল।
এ সময় সরকারের উন্নয়ন ও সাফল্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।