রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের রমজাননগরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ( ২য় পর্যায় ) প্রকল্পের আওতায় রমজাননগর ইউনিয়ন পরিষদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুনের সভাপতিত্বে আলোচনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর এসএম রাজু জবেদ এবং উপজেলা সমন্বয়কারী মো. শাহিনুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. নূরুজ্জামান, ইউপি সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন রমজাননগর ইউনিয়নের গ্রাম আদালত সহকারি সবুজ যোদ্দার ।