ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের রমজানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় রমজানগর ইউনিয়ন পরিষদের হলরুমে সুশীলনের নবযাত্রা প্রকল্পের ডিআরআর কম্পোনেন্টের আওতায় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সুশীলন কর্মী মো. এবাদুল ইসলামের সঞ্চালনায় ইউপি সদস্যরা বক্তব্য রাখেন। সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, সিপিপি, ভিডিসির সদস্যরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সভা শেষে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
9,171,512 total views, 1,507 views today