অক্টোবর ১১, ২০১৮
রপ্তানিযোগ্য কাঁকড়া চাষে সম্ভাবনার হাতছানি
![]() স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগরে রপ্তানিযোগ্য কাঁকড়া চাষে হাতছানি দিচ্ছে নতুন অর্থনৈতিক সম্ভাবনার। উপজেলার বুড়িগোয়ালিনী, গাবুরা, মুন্সিগঞ্জ, আটুলিয়া ও পদ্মপুকুর ইউনিয়নে গড়ে ওঠা ছোট বড় ৪২টি কাঁকড়ার খামারে উৎপাদিত হচ্ছে রপ্তানিযোগ্য কাকড়া। এতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার আয় বাড়ছে, তেমনি অনেকেই হচ্ছেন স্বাবলম্বী। 9,099,127 total views, 3,266 views today |
|
|
|