Site icon suprovatsatkhira.com

মৌতলায় গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ অক্টোবর) বিকাল ৪টায় মধ্যম মৌতলা কর্মকার পাড়ার মুকুন্দ কর্মকারের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক অনুষ্ঠানে মৌতলা ইউনিয়ন গ্রাম আদালত সহকারি রেবেকা সুলতানার সঞ্চালনায় এবং ইউপি সদস্য মশিউর রহমান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী।
তিনি বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রামাঞ্চলের ছোটখাট বিবাদ নিষ্পত্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউনিয়নের গ্রাম আদালত যদি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয় তাহলে আদর্শ ইউনিয়নে রূপ নিতে বাধ্য।
বৈঠকে গ্রাম আদালতের উপকারিতা তুলে ধরে গ্রামীণ জনগনকে দেওয়ানি ও ফৌজদারি মামলার বিষয়ে অবগত করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে সাংবাদিক সাজেদুল হক সাজু, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, মাহবুবুর রহমান সুমন, আতিকুর রহমান, আক্তাবুরজ্জামানসহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version