রমজাননগর প্রতিনিধি: শ্যামনগরের মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৬ অক্টোবর) শ্যামনগর উপজেলা শাখার সভাপতি শেখ মিলন ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম এক যৌথ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির বিষয়টি নিশ্চিত করেন।
কমিটিতে মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখায় মোহাম্মদ সবুজ আহেমদকে সভাপতি, দিপংকর মন্ডল সহসভাপতি, ও অনিশ মন্ডলকে সাধারণ সম্পাদক, বিপ্রদাস রপ্তানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি এবং গাবুরা ইউনিয়ন শাখায় জিএম মাহমুদুল হাসানকে আহবায়ক, ওয়ায়েজ কুরনী বাবু, আসাদুজ্জামান বাচ্চু, দেলায়ার হোসেন ভদ্রর, আব্দুল হালিমকে যুগ্ম আহবায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।