ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের মিল বাজারে অভিযান চালিয়ে দুটি ফার্মেসি ও একটি মিষ্টির দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের তদারকি টিম।
বুধবার (১০ অক্টোবর) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শিকদার শাহিনুর আলম এই অভিযান চালান।
এসময় হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যদ্রব্য উৎপাদন, দইয়ের পাত্রের অতিরিক্ত ওজন, মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রয়সহ বিভিন্ন অভিযোগে রহমান ফার্মেসি, রাবেয়া ফার্মেসি ও কারিশমা মিষ্টান্ন ভা-ারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১সহ অন্যান্য ধারা লংঘণের অপরাধে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্যাব সদস্য মো. সাকিবুর রহমান।