বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্যদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) শহরের চায়না বাংলা মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলা কমিটির ৩০জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ঢাকা কেন্দ্রীয় কমিটির রেখা সাহা ও সীমা রহমান উপস্থিত ছিলেন। এসময় সংগঠন পরিচালনা, সংগঠকের ভূমিকা, দলগঠন, নারীর অধিকার, সামাজিক ও পারিবারিক আইন, আইন সহায়তা ইত্যাদি বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কমিটির সম্পাদক জ্যোনা দত্ত ও সভাপতিত্ব করেন আঞ্জুয়ারা বেগম। (প্রেস বিজ্ঞপ্তি)