Site icon suprovatsatkhira.com

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় ফুল ও মুক্তিযুদ্ধের গল্প বলা প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ

ডেস্ক রিপোর্ট: আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মহান বিজয় দিবস উপলক্ষ্যে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে নানা কর্মসূচি গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, জেলার সকল প্রাথমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় ফুল তৈরি, মুক্তিযুদ্ধভিত্তিক গল্প রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয়, দেশাত্মবোধক সংগীত, জাতীয় সংগীত ও চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা শিশু হতে পঞ্চম শ্রেণি-ক গ্রুপ, ষষ্ঠ হতে অষ্টম শ্রেণি-গ্রুপ খ ও নবম হতে দ্বাদশ শ্রেণির-গ গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করতে পারবে।
এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে। ১৫ অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে, ২০ অক্টোবর থেকে উপজেলা পর্যায়ে, ২৩ অক্টোবর জেলায়, ২৭অক্টোবর বিভাগীয় এবং ১৩ ডিসেম্বর জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এ উৎসবে শিক্ষার্থীরা ফুল তৈরি, বিতরণ ও বিক্রয় করবে। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version