Site icon suprovatsatkhira.com

মনোনয়ন প্রত্যাশায় এবিএম মোস্তাকিমের পক্ষে আশাশুনির বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশায় আশাশুনির বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ অক্টোবর) আছর ও মাগরিব নামাজের পর আশাশুনি থানা সদর জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে এলাকার সাধারণ মুসল্লীদের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। আশাশুনি থানা সদর জামে মসজিদে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাসুম বিল্লাহ।
অনুরূপভাবে বুধহাটা বাজার জামে মসজিদ, গুনাকরকাটি জামে মসজিদ, আগরদাড়ী জামে মসজিদ, কাদাকাটি জামে মসজিদ, শ্রীধরপুর জামে মসজিদ, টেকাকাশিপুর জামে মসজিদ, বুড়িয়া জামে মসজিদ, ফকরাবাদ জামে মসজিদ, গোয়ালডাঙ্গা বাজার জামে মসজিদ, প্রতাপনগর মাদরাসা জামে মসজিদ, বাঁটরা জামে মসজিদ ও বুড়াখারআটি জামে মসজিদে নৌকা প্রতিকে দলীয় মনোনয়ন চেয়ে পরম করুনাময় আল্লাহ তায়ালার কাছে বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্ব-স্ব এলাকার আওয়ামী লীগ নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লীরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version