মণিরামপুর (যশোর) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে মণিরামপুর উপজেলা পরিষদে শিক্ষার্থীদের মাঝে বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্ল্যাহ শরিফী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, এ অনুষ্ঠানে উপজেলার ২’শ ০৪টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ১’শ ২০টি, কলেজ ১৪টি এবং ৬৯টি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। সোমবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ২’শ ৮৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতা উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাসুদুর রহমান জানান, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বিজয়ীদের ফলাফল তৈরি করা হয়ে গেছে। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগীতা অনুষ্ঠিত হওয়ার পর ফলাফল এক সঙ্গে প্রকাশ করা হবে। বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয় ফুল, মু্িক্তযোদ্ধা বিষয়ক চিত্রাংকন, গল্প, কবিতা আবৃতি, জাতীয় সংগীত, দেশাত্ববোধক গান, একক অভিনয়, দলীয় অভিনয় ও মুক্তিযোদ্ধা বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
মণিরামপুরে ৪৯২টি শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় ফুল উৎসব
https://www.facebook.com/dailysuprovatsatkhira/