অক্টোবর ৬, ২০১৮
মণিরামপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে কলেজছাত্রীর অবস্থান
![]() মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে জান্নাতারা খাতুন শাপলা (২২) নামের এক কলেজছাত্রী অবস্থান নিয়েছেন। শুক্রবার (৬ অক্টোবার) বিকেলে উপজেলার মাছনা গ্রামে প্রেমিক হসানুল হক রনির বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। প্রেমিকা তথা স্ত্রী অবস্থান নেওয়ার খবর শুনে পালিয়েছেন প্রেমিক রনি। রনি ওই গ্রামের সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলামের ছেলে। তিনি নড়াইলের একটি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। শাপলা একই উপজেলার কোড়ামারা গ্রামের মশিয়ার রহমানের মেয়ে। তিনি মণিরামপুর ডিগ্রি কলেজ থেকে এবার রাষ্ট্রবিজ্ঞানে অনার্স শেষ বর্ষের পরীক্ষা দিয়েছেন। এদিকে শাপলাকে ঘরে না তুলে দরজায় তালাবদ্ধ করে রেখেছেন রনির পরিবার। 9,103,167 total views, 7,306 views today |
|
|
|