Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে মোটরসাইকেল চোরকে ধরে পুলিশে দিয়েছে জনতা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে মোটরসাইকেলের তালা ভাঙ্গার সময় আক্তার হোসেন (৩৬) নামের এক যুবককে চোর সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আক্তার অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। এ সময় তার সাথে থাকা একই গ্রামের মৃত আব্দুল খালেকের শিমুল হোসেন ওরফে শহীদ (৩৬) ও কামাল হোসেন (৩২) নামে আরো দুই জন পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। আটক আক্তারের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে তালা কাটার প্লাস (কাতারি) উদ্ধার করে পুলিশ। রোববার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার কাশিপুর কাঁঠালতলা বাজারে হা-ডু-ডু খেলা চলাকালে এ ঘটনা ঘটে।
খেদাপাড়া ফাঁড়ি ইনচার্জ আইনুদ্দিন জানান, হা-ডু-ডু খেলা চলাকালে মোটরসাইকেলযোগে ওই তিন যুবক সেখানে আসে। এরপর খেলা দেখতে আসা এক দর্শনার্থীর মোটরসাইকেলের তালা ভাঙ্গার সময় উপস্থিত জনতা দেখতে পেয়ে তাদের তাড়া করে। ধাওয়া খেয়ে একই মোরসাইকেলে তিন যুবক পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় তিন যুবকের মধ্যে আক্তার হোসেনকে পাকড়াও করে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এবং অপর দুই যুবক পালিয়ে যায়। আক্তারের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক পালিয়ে যাওয়া অপর দুই যুবকের পরিচয় পাওয়া যায়।
আটক আক্তার হোসেনকে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করিয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে।
জানতে চাইলে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম জানান,এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version