মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আখতার হোসেন খান রচিত ‘মুক্তিযুদ্ধে আমি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে বিএনপির স্থানীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধে আমি বইটির মোড়ক উন্মোচন করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মো. ইকবাল হোসেন। বইটিতে স্থান পেয়েছে লেখক মুক্তিযোদ্ধা আখতার হোসেন খানের জীবনীসহ মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য ঘটনাবলি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম। পৌর ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে আমি বইয়ের লেখক উপজেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আখতার হোসেন খান, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মকবুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, মণিরামপুর পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাষক নূরুল হক, কবি শান্তুনু চক্রবর্ত্তী, বিএনপি নেতা আব্দুস সালাম, নজমুস সাদাত প্রমুখ।
মণিরামপুরে মুক্তিযোদ্ধা আখতার খান রচিত ‘মুক্তিযুদ্ধে আমি’ বইয়ের মোড়ক উন্মোচন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/