Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে মানবাধিকার বিষয়ক অবহিতকরণ সভা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষায় জনসম্পৃক্ততার লক্ষ্যে মানবাধিকার বিষয়ক অবহিতকরণ সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আক্টোবর) সকালে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় পিস প্রেসার গ্রুপ (পিপিজি) ও বিকশিত নারী নেটওয়ার্কের আয়োজনে উপজেলার চিনাটোলা কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় পিপিজি’র কো-অর্ডিনেটর ও চিনাটোলা কলেজের অধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন। পিপিজি’র পিস অ্যাম্বাসেডর আসাদুজ্জামান রয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর খোরশেদ আলম, পিপিজি’র পিস এ্যাম্বাসেডর ও সুজন-সুশাসনের জন্য নাগরিক মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্বাস উদ্দীন, মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন, বিকশিত নারী নেটওয়ার্কের সভানেত্রী ও পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, পিপিজি’র সদস্য প্রভাষক হাচিনা আকতার কাকলী, সদস্য ও পৌর কাউন্সিলর শংকরী রানী বিশ্বাস, দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার গিয়াস উদ্দীন, পিপিজি’র সদস্য মো. শফি সম্রাট, চিনাটোলা কলেজের প্রভাষক দেবাশীষ মন্ডল, প্রভাষক রবিউল ইসলাম, শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন বিথী,বাসুদেব দাস প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনেরা মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদ লিপিবদ্ধ ব্যানার-ফেস্টুনে সম্মতি স্বাক্ষর করেন ও কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করেন, যা চিনাটোলা বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version