অক্টোবর ১৩, ২০১৮
মণিরামপুরে বিডি স্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টে গড়ভাঙ্গা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে বিডি স্পোর্টিং ক্লাবের আয়োজনে দূর্বাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে গড়ভাঙ্গা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন গৌরব অর্জন করেছে। শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন দুর্বাডাঙ্গা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আ’লীগ নেতা গাজী মাযাহারুল আনোয়ার। খেলায় হরিনা ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে গড়ভাঙ্গা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে। খেলা শেষে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আ’লীগ নেতা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্যামকুড় ইউপির চেয়ারম্যান মনিরুজ্জামান মনি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা প্রকৌশলী আলমগীর হোসেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আ’লীগ নেতা দীলিপ ব্যানার্জী, বজলুর রহমান টিক্কা, প্রদীপ চক্রবতি, ইউপি মেম্বর জাকির হোসেন বাবু, মাসুদুর রহমান মিন্টু, ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক রকিবুল ইসলাস, যুবলীগ নেতা মন্টু, আনিছুর রহমান, আব্দুল্লাহ, শহিদুল ইসলাম, তজিম উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। 9,124,327 total views, 230 views today |
|
|
|