Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে আ’লীগের জরুরী বর্ধিত সভায় বক্তারা: শেখ হাসিনা সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্রের নামে ঐক্য ফ্রন্ট করা হয়েছে

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: দেশের অগ্রগতি ও সমৃদ্ধির প্রতিকৃত জননেত্রী শেখ হাসিনা সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্রের নামে ঐক্য ফ্রন্ট করা হয়েছে। তারা কখনো জাতি ও দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারবে না।
আগামী ২৬ অক্টোবর মণিরামপুর সরকারি পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিতব্য ১৪ দলের সমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলা আ’লীগ আয়োজিত জরুরী বর্ধিত সভায় বক্তারা এসব কথা বলেন।
নেতৃবৃন্দ আরো বলেন, আজ বিশ্ব নেতারা দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করছেন। দেশের উন্নয়ন মডেলকে গ্রহণ করছেন। তাই সময় এসেছে জনগণের সামনে ঐক্য ফ্রন্ট নামে এসব ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করার।
রোববার (২১ আক্টোবর) বিকালে উপজেলা আ’লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে নৌকার পক্ষে কাজ করতে হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের সভাপতিম-লের সদস্য অ্যাডভোকেট পিযূষ কান্তি ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান শাহীন চাকলাদার, জেলা আ’লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন ও স্থানীয় এমপি স্বপন ভট্টাচার্য্য। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু, সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম, জেলা উপ-প্রচার সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, রেজাউল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধূরী, সদর আ’লীগ নেতা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, সাবেক সহসভাপতি নিয়ামত উল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস।
সভায় আগামী ২৬ অক্টোবর মণিরামপুরে ১৪ দলের সমাবেশ সফল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version